Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

খেলাধুলাঃ-

  ১৯৭৩ সাল হইতে ফুটবল কাবাডি জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করি। কাবাডি বাংলাদেশ গেমন্ েজাতীয় পর্যায়ে তিন জন খেলুয়ার অন্তর্ভূক্ত ছ স্বাধীনতার পর হইতে শ্রীবরদী থানা কাকিলাকুড়া ইউনিয়নের সনাম ধন্য জাতীয় এবং আন্তর্জাতিক ফুটবলার জনাব নান্নু এবং মঞ্জু ওনাদের সহযোগিতায় শ্রীবরদী ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ফুটবল প্রশিণ শুরু হয়। সেই ধারা বাহিক কথায় জনাব মোঃ আব্দুল্ল্যাহ সালেহ এর প্রশিণে ক্রীড়া সংস্থা ফুটবল একাদশ গঠন করা হয়। প্রাথমিক পর্যায়ে ফুটবল একাদশ প্রতিবছর আন্ত থানা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে কৃতিত্বের পরিচয় রাখে। পরবর্তীতে খেলোয়ার হইতে অবসর গ্রহণ করে জনাব সাইফুল ইসলাম (শাহিন) কে প্রশিণের দায়িত্ব ভার গ্রহণ করে এবং শ্রীবরদী উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে শিরপুর জেলায় ও বিভিন্ন উপজেলায় ফুটবল খেলায় শ্রীবরদী উপজেলা অংশ গ্রহণ ও সুনাম অর্জন করে আসছে।

 

বিনোদনঃ- বিনোদনে শ্রীবরদী উপজেলা প্রতিবছর বাংলা নববর্ষ পহেলা বৈশাখে জারি সারি গানে প্রত্যেক ইউনিয়নে এবং উপজেলা পর্যায়ে সাংস্কৃতিমনা জনগোষ্ঠীর অংশ গ্রহণে উদ্যাপিত  এবং বিভিন্ন বৎসরে বাংলার ঐতিহ্য ধরে রাখতে শীতকালীন প্রতিযোগিতা প্রদর্শণী অনুষ্ঠিত হয়। যা অত্র এলাকার  জনসাধারণ বিনোদন হিসেবে উপভোগ করে।