Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

সুমেশ্বরী-

শ্রীবরদীর উত্তর সীমামেত্মর মেঘালয় রাজ্যের পুরাখাসিয়া থেকে উৎপন্ন পাহাড়ি নদী সুমেশ্বরীর। নদীটি উপজেলার রানীশিমুল ইউনিয়নের খাড়ামোড়া-রাঙ্গাজান গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ঝিনাইগাতি উপজেলা হয়ে ব্রÿপুত্রে মিলিত হয়েছে। পাহাড়ি অঞ্চলে খাবার পানি ও চাষাবাদের একমাত্র অবলম্বন নদীটি খরস্রোতা হওয়ায় এলাকায় পাগলা নদী নামে পরিচিত।

ঢেউফা-

ঢেউফা নদীর উৎপত্তি ভারতের মেঘালয় রাজ্যের পুরাখাসিয়া অঞ্চলের পাহাড় থেকে । নদীটি সিংগাবরম্ননা ইউনিয়নের হারিয়াকোনা- বাবেলাকোনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে রাজা পাহাড়ের নিচ দিয়ে প্রবাহিত। এ অঞ্চলে পাহাড়ি নদীকে ঝোড়া বলা হয়। সে থেকে এ নদী কর্ণঝোড়া নামেও পরিচিত। আর এ নদীর তীরে গড়ে উঠা জনবসতিপূর্ণ এলাকার নামকরণও করা হয় কর্ণঝোড়া ।