মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ২০২৫-২৬ চক্রের পূর্বের ভিজিডি’ এর নাম পরিবর্তন হয়ে বর্তমান নাম ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) এর আবেদন শুরু হতে যাচ্ছে।
VWB (পূর্বের নাম VGD) উপকারভোগী আবেদনকারীর শর্ত:
১। বয়স: ২০-৫০ বছর
২। NID বাধ্যতামূলক
৩। শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম নারী যাদের নিয়মিত আয়ের কোন উৎস নেই।
৪। ভূমিহীন অথবা ১৫ শতাংশের কম ভূমি আছে এমন নারীরা অগ্রাধিকার পাবেন।
৫। অস্বচ্ছল, অসহায়, বিধবা, তালাক প্রাপ্তা ও স্বামী পরিত্যাক্ত নারীরা ও পরিবারে প্রতিবন্ধী সদস্য আছে এমন নারীরা অগ্রাধিকার পাবেন।
৬। পরিবারে ১৫-১৮ বছর বয়সী স্কুল- কলেজগামী কণ্যা সন্তান রয়েছে কিন্তু বাল্য বিবাহ দিবে না এমন শর্তের নারীরা অগ্রাধিকার পাবেন।
৭। বিগত ২১-২২ ও ২৩-২৪ চক্রের অর্থাৎ বিগত ২(দুই) চক্রের উপকারভোগীরা আবেদন করতে পারবেন না।
৮। নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে (www.dwavwb.gov.bd লিংক, mygov.gov.bd, vwb apps) আবেদন করতে হবে। কারণ ওটিপি এর মাধ্যমে আবেদন নিশ্চিত করতে হবে।
৯। ইউনিয়ন পরিষদের উদ্দোক্তা, তথ্য আপা বা যেকোন কম্পিউটারের দোকান থেকে আবেদন করা যাবে।
১০। একজন আবেদনকারী একাধিক সরকারি সাহায্য পাবেন না। সে বা তাঁর পরিবার যে কোন একটি সুযোগ পাবেন। অন্য কোন সরকারি দপ্তর থেকে ভাতা পাচ্ছেন এমন কেউ বা তার পরিবারের সদস্য আবেদন করতে পারবে না।
১১। অনলাইনে আবেদন করার সময়সীমা ৬-২৬ এপ্রিল/২০২৫ খ্রি. পর্যন্ত।
বিস্তারিত জানার জন্য ইউনিয়ন পরিষদে বা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।
বি. দ্র. : বিনা শর্তে ভিডব্লিউবি কার্ড পাবেন। নির্বাচিত উপকারভোগীগণ বিনামূল্যে প্রতি মাসে ৩০ কেজি হিসেবে ২৪ মাস চাল পাবেন।
প্রচারণায়: উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর,শেরপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস