Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

শ্রীবরদী পৌরসভা

শ্রীবরদী, শেরপুর।

 

সম্মানিত পৌর নাগরিকগণের সেবা পাইবার নিয়মাবলীঃ

 

ক্রমিক নং

বিষয়

প্রাপ্তির শর্তসমূহ

প্রাপ্তির সময় (আবেদনের সময় থেকে)

ফি

কোন শাখার কাজ

নাগরিকত্ব সনদপত্রঃ-

ক. পৌরকর পরিশোধ থাকিতে হইবে।

৪৮ ঘন্টা

১০

সাধারণ

খ. আবেদনকারীর বাড়ীর হোল্ডিং নাম্বার থাকিতে হইবে।

গ. মালিকের বৈধ ওয়ারিশগণ নাগরিকত্ব সনদপত্র ভাড়াটিয়ার ক্ষেত্রে বাড়ীর মালিকের পৌর কর পরিশোধ থাকিতে হইবে।

ওয়ারিশ সনদপত্রঃ-

নির্ধারিত তারিখে তদন্ত ও শুনানী হইবে। নির্ধারিত তারিখের দিবসে সরকারী বন্ধ থাকিলে পরের কার্য দিবসে শুনানীর ০৭ কার্য দিবসের মধ্যে সনদপত্র প্রদান করা হইবে।

০৭ দিন

১০০

সাধারণ

জন্ম সনদপত্রঃ-

ক. পৌর রেজিষ্টারে নিবন্ধন থাকিতে হইবে।

০২ দিন

 

স্বাস্থ্য

খ. পৌরকর পরিশোধ থাকিতে হইবে।

গ. পৌরসভায় জন্মগ্রহণ/স্থায়ী ঠিকানা থাকিতে হইবে।

মৃত্যু সনদপত্রঃ-

ক. পৌর রেজিষ্টারে নিবন্ধন থাকিতে হইবে।

০৫ দিন

১০০

স্বাস্থ্য

খ. পৌরকর পরিশোধ থাকিতে হইবে।

গ. দূর্ঘটনাজনিত মৃত্যু, অপমৃত্যুর জন্য পোষ্টমর্টেম রিপোর্ট জমা দিতে হইবে।

প্রিমাইসেস রেজিষ্ট্রেশন লাইসেন্সঃ-

ক. নির্ধারিত ফরম পূরন করিতে হইবে।

০৩দিন

 

লাইসেন্স

খ. ব্যবসা প্রতিষ্ঠান থাকিতে হইবে।

গ. নির্ধারিত ফি জমা দিতে হইবে।

ট্রেড লাইসেন্সঃ-

ক. অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান থাকিতে হইবে।

০৩দিন

 

লাইসেন্স

খ. ভাড়া দোকান থাকিলে ভাড়া নিবার চুক্তিপত্র দাখিল করিতে হইবে।

গ. লাইসেন্স ফি মডেল ট্যাক্স সিডিউল, ২০০৮ অনুসারে আদায়যোগ্য।

কারখানা লাইসেন্সঃ-

ক. অনাপত্তি সনদপত্রসহ জমির মালিকানা খারিজ ও খাজনা পরিশোধসহ যাবতীয় কাগজপত্র দাখিল করিতে হইবে।

০৫দিন

 

লাইসেন্স

খ. ফি-মডেল ট্যাক্স সিডিউল, ২০০৩ অনুসারে আদায়যোগ্য।

রিক্সা মালিক লাইসেন্সঃ-

ক. মালিকানা কাগজপত্রসহ পৌর কার্যালয়ে লাইসেন্স শাখায় রিক্সা হাজির করিতে হইবে।

 

 

লাইসেন্স

খ. নির্ধারিত ফি জমা দিতে হইবে।

 

রিক্সাচালক লাইসেন্স

ক. বয়স ১৮ বৎসর পূর্ণ হইতে হইবে।

 

 

লাইসেন্স

খ. শারীরিক যোগ্যতা থাকিতে হইবে।

গ. ট্রাফিক আইন জানাথাকিতে হইবে।

ঘ. সংশ্লিস্ট ওয়ার্ড কমিশনার কর্তৃক আবেদন ফর্মে সুপারিশ থাকিতে হইবে।

ঙ. নির্ধারিত ফি জমা দিতে হইবে।

১০

বাড়ী ঘরের পস্না্যানঃ-

ক.বাড়ির ডিটেইল পস্ন্যান, সেকশন ও চারপাশের ৪ টি এলিভেশন থাকিতে হইবে।

৪৫ দিন

 

প্রকৌশল

খ. ড্রয়িং-এ লিফটকোর, পাকিং (যদি থাকে) ইত্যাদি চিহিত থাকতে হবে ।

গ.পস্ন্যান ও ডিটেইল ড্রয়িং-এ ডিজাইনার অথবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের স্বাক্ষর ও সিল থাকতে হবে।

ঘ. সরকার নির্ধারিত ফি প্রদান করতে হবে।

১১

জমির জরিপঃ-

নির্ধারিত ফরমে আবেদন করিতে হএিব। ক্রমানুসারে তারিখ নির্ধারণ করা হইবে তবে জরুরীভাবে জরিপের জন্য ৫০০/- (পাঁচশত টাকা) অতিরিক্ত ফি দিতে হইবে।

 

 

প্রকৌশল

১২

রাসত্মাকর্তন/খনন/ছিদ্র করণঃ-

ক. নির্ধারিত ফরমে আবেদন করিতে হইবে।

১০ দিন

 

প্রকৌশল

খ. বাড়ীর অনুকূলে পৌরকর পরিশোধ থাকিতে হইবে (ক্ষেত্রমতে)

গ. তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্তৃক রাস্তার নক্সা অনুমোদন থাকিতে হইবে।

১৩

পানি সরবরাহঃ-

ক. জমির মালিকানা দলিলের ফটোকপি/হোল্ডিং নাম্বার থাকিতে হইবে।

১৫ দিন

 

পানি

খ. বাড়ীর প্লানের অনুমোদন পত্রের কপি।

গ. হোল্ডিংভূক্ত বাড়ীর ট্যাক্স পরিশোধ সংক্রান্ত কপি (ক্ষেত্রমতে)

১৪

অনাপত্তিকর ছাড়পত্রঃ-

 

 

 

প্রকৌশল