গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
শ্রীবরদী শেরপুর।
স্মারক নং-২৮২.৪৬৩.০০০.০০৩.০০.০০১.২০১৪- তারিখ ঃ-২০- ০৮-২০১৪ খ্রিঃ।
বিষয়- “নারী উন্নয়ন ফোরাম” গঠনে সভা অনুষ্ঠান প্রসঙ্গে।
সূত্রঃ বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা এর ০৯-০৭-২০১৪ খ্রিঃ তারিখের ৪৬.০৪১.৩০০০.০১৪.০২৯.২০১৩-
৩৮৩(সং)নং স্মারকপত্র।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা পর্যায়ে “নারী উন্নয়ন ফোরাম” গঠনের লক্ষ্যে এক সভা আগামী ২৬/০৮/২০১৪ খ্রিঃ তারিখ বেলা ১১.০০ ঘটিকার সময় উপজেলা পরিষদ শ্রীবরদী’র সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় আপনার পৌরসভার/ইউনিয়ন পরিষদের নির্বাচিত সকল নারী সদস্যদের (সাধারণ এবং সরক্ষিত আসনের) উপস্থিতি নিশ্চিত করার জন্য আপনাকে অনুরোধ করা হলো।
( হাবিবা শারমিন )
উপজেলা নির্বাহী অফিসার
শ্রীবরদী, শেরপুর।
email: unosreebordi@mopa.gov.bd
প্রাপক,
১। মেয়র, শ্রীবরদী পৌরসভা।
২। চেয়ারম্যান.................................ইউনিয়ন পরিষদ, শ্রীবরদী, শেরপুর।
স্মারক নং ঃ- ২৮২.৪৬৩.০০০.০০.০০১.২০১৪- তারিখ ঃ ২০-০৮-২০১৪ খ্রিঃ।
অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো ঃ-
১। জেলা প্রশাসক, শেরপুর।
২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্রীবরদী, শেরপুর।
৩। উপ-পরিচালক, স্থানীয় সরকার, শেরপুর।
৪। মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্রীবরদী, শেরপুর।
( হাবিবা শারমিন )
উপজেলা নির্বাহী অফিসার
শ্রীবরদী, শেরপুর।
email: unosreebordi@mopa.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস