শ্রীবরদী উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মে/১২ মাসের সভার কার্য বিবরণী
সভাপতি ঃ জনাব মোঃ খোরশেদ আলম, চেয়ারম্যান,
উপজেলা পরিষদ, শ্রীবরদী,শেরপুর।
সভার স্থানঃ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ।
তারিখ ও সময়ঃ ১৩/০৫/২০১২ খ্রিঃ বেলাঃ ১১.০০ ঘটিকা।
সভায় উপস্থিত সদস্যদের হাজিরা পরিশিষ্ট ‘‘ক’’তে দেখানো হল ।
সভাপতি উপস্থিত সকল সদস্যদের স্বাগত জানিয়ে সভার এজেন্ডা অনুযায়ী সভার কাজ পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন। অতঃপর বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয় এবং কোন সংশোধন না থাকায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভাপতির অনুমতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার বিভিন্ন বিভাগীয় কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকান্ডের উপর স্ব স্ব বিভাগের বিবরণী সভায় উপস্থাপনের জন্য অনুরোধ করেন। বিভাগ ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমের উপর পর্যায়ক্রমে আলোচনা পূর্বক নিমণরমণপ সিদ্ধামত্ম গৃহিত হয়।
১। উপজেলা প্রকৌশল বিভাগঃ
আলোচনা | সিদ্ধাস্ত | বাস্তবায়ন |
উপজেলা প্রকৌশলী, শ্রীবরদী সভায় জানান, ২০১১-১২ অর্থ বছরে এডিপি’র প্রথম কিস্তিম বাবদ ১৭.০২ লত্মগ টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রথম কিস্তিমর বরাদ্দ অনুযায়ী চর্তুথ কিস্তিম সমেত ৬৮.০৮ লত্মগ টাকা ধরে ইউনিয়ন ওয়ারী খাত ভিত্তিক বিভাজন পূর্বক প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১৭টি প্রকল্প প্রজেক্ট কমিটির মাধ্যমে বাস্তমবায়িত হচ্ছে। কাজ চলমান রয়েছে। ১১টি প্রকল্প টেন্ডারের মাধ্যমে বাস্তমবায়ন করা হচ্ছে এবং কাজ চলমান রয়েছে। ১৩টি প্রকল্পের কাজ ১০০% সমাপ্ত হয়েছে। অবশিষ্ট ৪টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। | ১। সভায় বিস্তমারিত আলোচনামেত্ম প্রজেক্ট কমিটি ওটেন্ডারের মাধ্যমে প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সিদ্ধামত্ম গৃহিত হয়।
| ১। উপজেলা প্রকৌশলী শ্রীবরদী,শেরপুর। ২।চেয়ারম্যান, সংশিসণষ্ট ইউপি। |
২। উপজেলা প্রকল্প বাস্তমবায়ন বিভাগঃ
আলোচনা | সিদ্ধাস্ত | বাস্তবায়ন |
উপজেলা প্রকল্প বাস্তমবায়ন অফিসার, শ্রীবরদী সভায় জানান, ২০১১-১২ অর্থ বছরে টি,আর কর্মসূচীর ১ম পর্যায়ে ১২৬.০০০মে.টন বরাদ্দের বিপরীতে ৫৮টি প্রকল্পের কাজ মান সম্মতভাবে শেষ হয়েছে। বিশেষ কা.বি.খা প্রকল্পের ১ম পর্যায়ের ১৭০.০০০মে.টন বরাদ্দের বিপরীতে ১৮টি প্রকল্পের কাজ মান সম্মতভাবে শেষ হয়েছে। বিশেষ টি.আর কর্মসূচীর ২য় পর্যায়ের ২০৫.০০০মে.টন বরাদ্দের বিপরীতে ৮৩টি প্রকল্পের কাজ মান সম্মত ভাবে শেষ হয়েছে। ২য় পর্যায়ের কা.বি.খা প্রকল্পের ১৬০.০০০মে.টন বরাদ্দের বিপরীতে ১৪টি প্রকল্পের কাজ মান সম্মতভাবেশেষ হয়েছে। অতি দরিদ্রদের জন্য ২য় পর্যায়ে ১২৪৬ কার্ডের বিপরীতে ৮৮,৪৮,০০০/- টাকা বরাদ্দ পাওয়া গেছে। কাজ চলমান রয়েছে। বিশেষ টি,আর কর্মসূচীর বরাদ্দকৃত ১৬৫.০০মে.টনের বিপরীতে ৭৮ টি প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন এবং সাধারণ টি,আর ১৭০.০০মে.টন চাউলের প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন।
২০১১-২০১২ অর্থ বছরের ত্রান শাখা হতে ২টি ব্রীজের কাজ ডিজাইন মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়েছে। মামনীয় সংসদ সদস্য মহোদয় ইতোমধ্যেই জনগণের চলাচলের জন্য ব্রীজ ২ টি উদ্বোধন করেছেন। | ১। টি.আর ও কা.বি.খা প্রকল্পের কাজ মান সম্মতভাবে নির্ধারিত সময়ের মধ্যেশেষ করার সিদ্ধামত্ম গৃহিত হয়।
২। অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত কর্মসূচীর কাজ মানসম্মতভাবে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার সিদ্ধামত্মগৃহিত হয়। | ১। উপজেলা প্রকল্প বাস্তমবায়ন অফিসার, শ্রীবরদী,শেরপুর। ২।চেয়ারম্যান, সকল ইউপি। |
চলমান-২
৩। উপজেলা পলসণী উন্নয়ন বিভাগঃ -:২:-
আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন |
উপজেলা পলসণী উন্নয়ন অফিসার , শ্রীবরদী সভায় জানান, একটি বাড়ী একটি খামার প্রকল্পের ম্যানেজার, সভাপতিদের প্রশিত্মগণ শেষ হয়েছে। স্বেচ্ছাসেবীদের প্রশি্ত্মগণ চলছে। প্রশিত্মগণ শেষে ঋণ বিতরণ কার্যক্রম শুরমণ করা হবে। মূল প্রকল্প সহ অন্যান্য প্রকল্প কর্মসূচীর কাজ স্বাভাবিক ভাবে চলছে। | ১। একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রশিত্মগণশেষে ঋণ প্রদান কার্যক্রম শুরমণ করার সিদ্ধামত্ম গৃহিত হয়। | ১। উপজেলা পলসণী উন্নয়ন কর্মকর্তা, শ্রীবরদী,শেরপুর। |
৪। উপজেলা মাধ্যমিক শিত্মগা বিভাগঃ
আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন |
উপজেলা মাধ্যমিক শিত্মগা অফিসার, শ্রীবরদীর প্রতিনিধি সভায় জানান, তার অফিসের সরকারী কাজকর্ম সুষ্ঠু ও স্বাভাবিক ভাবে সম্পাদন হচ্ছে। এস,এস,সি ও দাখিল পরীত্মগা/২০১২ এর ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীত্মগায় পাশের হার এস,এস, সি ৭৭.৪৯% এবং দাখিল ৭৯.৮৭%। ০১/০৪/২০১২ খ্রিঃ তারিখ হতে অনুষ্ঠেয় এইচ,এস,সি ও আলিম পরীত্মগা/১২ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীত্মগাশেষ পর্যায়ে রয়েছে। | ১। সরকারী নীতিমালার আলোকে দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের সিদ্ধামত্ম গৃহিত হয়। ২। এইচ,এস,সি ও আলিম পরীত্মগা/১২ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের সিদ্ধামত্ম গৃহিত হয়। | ১। উপজেলা মাধ্যমিক শিত্মগা অফিসার, শ্রীবরদী, শেরপুর। |
৫। উপজেলা জনস্বাস্থ্য বিভাগঃ
আলোচনা | সিদ্ধাস্ত | বাস্তবায়ন |
উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য শ্রীবরদীর প্রতিনিধি সভায় জানান, তার অফিসের সরকারী কাজকর্ম সুষ্ঠু ও স্বাভাবিক ভাবে সম্পাদন হচ্ছে। তিনি সভায় আরো জানান, জিওবি ইউনিসেফ আওতায় ১০০টি ৬ নং গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ৮৩টি নলকূপ স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে, অবশিষ্ট ১৭টি নলকূপ বসানোর কাজ আগামী ০১ মাসের মধ্যে শেষ হবে। | ১। সরকারী নীতিমালার আলোকে দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের সিদ্ধামত্ম গৃহিত হয়।
| ১। উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য শ্রীবরদী,শেরপুর। |
৬। উপজেলা শিত্মগা বিভাগঃ
আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন |
উপজেলা শিত্মগা অফিসার শ্রীবরদী সভায় জানান, তার অফিসের সার্বিক কাজকর্ম সুষ্ঠু ভাবে সম্পন্ন হচ্ছে। শিত্মগার গুণগত মান অর্জনে নিয়মিত ভাবে বিদ্যালয় গুলো পরিদর্শন করা হচ্ছে। | ১। প্রাথমিক শিত্মগার গুনগত মান অর্জনে বিদ্যালয় গুলি নিয়মিত ভাবে পরিদর্শন করার সিদ্ধামত্ম গৃহিত হয়। | ১। উপজেলা শিত্মগা অফিসার, শ্রীবরদী। ২।চেয়ারম্যান, সকল ইউপি। |
৭। উপজেলা মৎস্য বিভাগঃ
আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন |
উপজেলা মৎস্য অফিসার, শ্রীবরদী সভায় জানান, তার অফিসের সরকারী কাজকর্ম সুষ্ঠু ও স্বাভাবিক ভাবে সম্পাদন হচ্ছে। | ১। সরকারী নীতিমালার আলোকে দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের সিদ্ধামত্ম গৃহিত হয়।
| ১। উপজেলা মৎস্য অফিসার, শ্রীবরদী, শেরপুর।
|
চলমান-৩
৮। উপজেলা যুব উন্নয়ন বিভাগঃ -:৩:-
আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন |
উপজেলা যুব উন্নয়ন অফিসার, শ্রীবরদী সভায় জানান, তার অফিসের সরকারী কাজকর্ম সুষ্ঠু ও স্বাভাবিক ভাবে সম্পাদন হচ্ছে। তিনি সভায় আরো জানান, ভ্রাম্যমান কম্পিউটার প্রশিত্মগণ সহ বিভিন্ন প্রশিত্মগণ কার্যক্রম চলমান রয়েছে। ত্মগুদ্র ঋণ প্রদান ও ঋণ আদায় কার্যক্রম অব্যাহত আছে। | ১। সরকারী নীতিমালার আলোকে দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের সিদ্ধামত্ম গৃহিত হয়।
২। প্রশিত্মগণ কার্যক্রম অব্যাহত এবং ঋণ প্রদান ও আদায় কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধামত্ম গৃহিত হয়। | ১। উপজেলা যুব উন্নয়ন অফিসার, শ্রীবরদী,শেরপুর। ২।চেয়ারম্যান, সকল ইউপি। |
৮। উপজেলা সমবায় বিভাগঃ
আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন |
উপজেলা সমবায় অফিসার শ্রীবরদী সভায় জানান, তার অফিসের দাপ্তরিক সার্বিক কাজকর্ম সুষ্ঠু ও স্বাভাবিক ভাবে সম্পাদন হচ্ছে। কর্ণঝোড়া আবাসন প্রকল্পে ত্মগুদ্রঋণের কিস্তিম নিয়মিত ভাবে আদায় করা হচ্ছে। | ১। সরকারী নীতিমালার আলোকে দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের সিদ্ধামত্ম গৃহিত হয়। ২। ঋণ প্রদান ও আদায় কার্যক্রম নিয়মিত ভাবে অব্যাহত রাখার সিদ্ধামত্ম গৃহিত হয়। | ১। উপজেলা সমবায় অফিসার, শ্রীবরদী,শেরপুর।
|
৮। উপজেলা মহিলা বিষযক কর্মকর্তাঃ
আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন |
উপজেলা মহিলা বিষয়ক অফিসার, শ্রীবরদী সভায় জানান, তার অফিসের দাপ্তরিক সার্বিক কাজকর্ম সুষ্ঠু ও স্বাভাবিক ভাবে সম্পাদন হচ্ছে। ইউনিয়ন ভিত্তিক পূর্ব নির্ধারিত তারিখে ভিজিডির মালামাল ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করা হচ্ছে। ২০১১-২০১২ অর্থ বছরের মাতৃত্ব ভাতা ১০ টি ইউনিয়নের মধ্যে ০৮ টি ইউনিয়নের ভাতা বিতরণের কাজ সম্পন্ন করা হয়েছে। সিংগারবরমণনা ও ভেলুয়া ইউনিয়নের মাতৃত্ব ভাতা শীঘ্রই বিতরণ করা হবে। | ১। সরকারী নীতিমালার আলোকে দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের সিদ্ধামত্ম গৃহিত হয়।
২। সিংগারবরমণনা ও ভেলুয়া ইউনিয়নের মাতৃত্ব ভাতা দ্রমণত বিতরণ করার জন্য সিদ্ধামত্ম গৃহিত হয়। | ১। উপজেলা মহিলা বিষয়ক অফিসার, শ্রীবরদী,শেরপুর। ২।চেয়ারম্যান সিংগারবরমণণা ওভেলুয়া ইউপি। |
৮। বিবিধঃ
আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন |
১। ভারপ্রাপ্ত কর্মকর্তা, শ্রীবরদী থানা সভায় জানান, শ্রীবরদী উপজেলা সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি সভায় আরো জানান, শ্রীবরদী পৌরসভার বিভিন্ন রাস্তমারমোড়সহ ও গুরমণত্বপূর্ণ স্থানে ও মার্কেটে বৈদ্যুতিক বাতি না থাকায় রাত্রে টহলরত পুলিশের দায়িত্ব পালনে বিঘ্নের সৃষ্টি হচ্ছে। তিনি পৌর সভার অভ্যমত্মরে বিভিন্ন গুরমণত্বপূর্ণ জায়গায় বৈদ্যুতিক বাল্ব লাগানোর জন্য অনুরোধ জানান।
| সভায় এ বিষয়ে বিস্তমারিত আলোচনামেত্ম পৌর সভার অভ্যমত্মরে বিভিন্ন গুরমণত্বপূর্ণ জায়গায় বৈদ্যুতিক বাল্ব লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মেয়র, শ্রীবরদী পৌরসভাকে অনুরোধের সিদ্ধামত্ম গৃহিত হয়। | ১।মেয়র, শ্রীবরদী পৌরসভা, শ্রীবরদী,শেরপুর। |
চলমান-৪
-:৪:-
আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন | |
২। মেয়র, শ্রীবরদী পৌরসভা সভায় ক্রীড়া সংস্থার নামে ক্রয়কৃত ষ্টেডিয়ামের জমি পৌরসভার অনুকূলে হস্তমামত্মরের অনুরোধ জানান। তিনি সভায় আরো জানান, তাতীহাটি গুচ্ছ গ্রামে বরাদ্দকৃত ব্যক্তিদের অনেকেই গুচ্ছগ্রামে বসবাস করেন না যার দরমণন প্রভাবশালী ব্যক্তিরা গুচ্ছগ্রামের সব জমিবেদখল করে আসছেন। তিনি অবৈধভাবে বসবাসকারীদের তালিকাসহ গুচ্ছগ্রামে সীমানা নির্ধারণের জন্য সভায় অনুরোধ জানান। | ১। ক্রীড়া সংস্থার নামে ক্রয়কৃত ষ্টেডিয়ামের জমিটি সরকারী নীতিমালার আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধামত্ম গৃহিত হয়। ২। ছনকান্দা গুচ্ছগ্রামে সরেজমিনে তদমত্ম পূর্বক অবৈধভাবে বসবাসকারীদের নামের তালিকা দাখিল ও সীমানা নির্ধারনের সিদ্ধামত্ম গৃহিত হয়। | ১। উপজেলা নির্বাহী অফিসার শ্রীবরদী,শেরপুর।
২। সহকারী কমিশনার (ভহমি), শ্রীবরদী,শেরপুর। | |
৩। উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী সভায় জানান, উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাত্মগরিক কাম কম্পিউটার অপারেটর ও গাড়ী চালক পদে গত ০৮/০৫/২০১২ খ্রিঃ তারিখে নিয়োগ কমিটির মাধ্যমে লিখিত, ব্যবহারিক ওমৌখিক পরীত্মগা গ্রহণ করা হয়। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীত্মগায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে সাঁট-মুদ্রাত্মগরিক পদে জনাবমোঃ কামরমণজ্জামান, পিতা-মৃত গাজীউর রহমান, মাতা-মাহফুজাবেগম, গ্রাম-খামারিয়াপাড়া, উপজেলা-শ্রীবরদী,জেলা-শেরপুর এবং গাড়ীচালক পদে জনাব মোঃ রফিকুল ইসলাম, পিতা-মোঃ ছামেদ আলী, মাতা-মোছাঃ ছালমা খাতুন,গ্রাম-বানিয়াপাড়া, ডাকঘর- চৈতাজানী, উপজেলা-ঝিনাইগাতী,জেলা-শেরপুরকে বাছাই করে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অনুমোদন সাপেত্মেগ সরকারী নিয়োগ বিধি অনুসরন পূর্বক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করেন। | ১। সভায় এ বিষয়ে বিস্তমারিত আলোচনা করা হয়। বিস্তমারিত আলোচনামেত্ম উলেসণখিত ০২ জনকে স্ব-স্ব পদে সরকারী বিধি মোতাবেক নিয়োগ প্রদানের জন্য সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন প্রদান করা হয়।
২। সরকারী বিধি অনুসরণ পূর্বক উলেসণখিত ০২ জনকে স্ব-স্ব পদে নিয়োগ প্রদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্রীবরদীকে অনুরোধ করা হয়। | ১।চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্রীবরদী,শেরপুর। | |
৪। উপজেলা নির্বাহী অফিসার, শ্রবিরদী সভায় জানান, জেলা প্রশাসক,শেরপুর মহোদয়ের কার্যালয়ের ২৪/০৪/১২ খ্রিঃ তারিখের ০৫.৩০.৮৯০০.০২৪.০০১.০২.১২ -১৯৩ নং স্মারকে জেলা প্রশাসনের উদ্যোগেশেরপুর জেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার ব্যয় নির্বাহ বাবদ আর্থিক অনুদান প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। অত্রাফিসের ২৯/০৪/১২ খ্রিঃ তারিখের ২৮২.৪৬৩.০০০.০০৩. ০০.০০২২০১২-২৫৬ নং স্মারক পত্রে উলেসণখিতমেলার ব্যয় নির্বাহ বাবদ উপজেলা রাজস্ব তহবিল হতে ১০,০০০/-(দশ হাজার) টাকারচেক প্রদান করা হয়েছে। তিনি উক্ত ব্যয় অনুমোদনের জন্য সভায় অনুরোধ জানান।
| ১। সভায় বিস্তমারিত আলোচনামেত্ম জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটালমেলার ব্যয় নির্বাহ বাবদ উপজেলা রাজস্ব তহবিল হতে প্রদেয় ১০,০০০/-(দশ হাজার) টাকার ব্যয় সর্বসম্মত ভাবে অনুমোদন প্রদানের সিদ্ধামত্ম গৃহিত হয়। | ১। উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী,শেরপুর। | |
৫। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্রীবরদী সভায় জানান, উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাত্মগরিক কাম কম্পিউটার অপারেটর ও গাড়ীচালক পদে নিয়োগ পরীত্মগার নিয়োগ কমিটির সদস্যদের সম্মানী ভাতা, আপ্যায়ন ,আনুসাঙ্গিক ও অন্যান্য ব্যয় বাবদ মোট ১৫,০০০/-(পনের হাজার) টাকা ব্যয় হয়েছে। তিনি উক্ত টাকা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ব্যয়ের অনুমোদনের জন্য সভায় অনুরোধ জানান।
| ১। সভায় বিস্তমারিত আলোচনামেত্ম উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাত্মগরিক কাম কম্পিউটার অপারেটর ও গাড়ীচালক পদে নিয়োগ পরীত্মগার যাবতীয় ব্যয় নির্বাহ বাবদ ১৫,০০০/-(পনের হাজার) টাকা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে মেটানোর সিদ্ধামত্ম সর্বসম্মত ভাবে গৃহিত হয়। | ১। উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী,শেরপুর। | |
চলমান-৫
-:৫:-
আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন |
৬। চেয়ারম্যান, রাণীশিমুল ইউপি সভায় ভায়াডাঙ্গা হাট-বাজারের ১৪১৮ বাংলা সনের ইজারা লব্দ আয়ের ১৫% অর্থ দ্বারা ভায়াডাঙ্গা হাট-বাজারের নিমণবর্ণিত ০২ টি প্রকল্প বাস্তমবায়নের জন্য সভায় প্রস্তমাব উপস্থাপন করেন। উলেসণখিত প্রকল্প ২টি ইউনিয়ন পরিষদের ২৮/০৯/১১ খ্রিঃ তারিখের সভায় অনুমোদিত হয়েছে। যথাঃ ক্রমিক নং প্রকল্পের নাম প্রাক্কলিত মূল্য
১। ভায়াডাঙ্গা বাজারের গণশৌচাগার - ৭৫,০০০/- টাকা নির্মাণ। ২। ভায়াডাঙ্গা বাজারে ২টি নলকুপ - ৩০,০০০/-টাকা স্থাপন। | ১। সভায় বিস্তমারিত আলোচনামেত্ম দাখিলকৃত প্রকল্পগুলোর অনুমোদন প্রদান করা হয়।
২। উপজেলা প্রকৌশলী সরেজমিনে তদমত্ম পূর্বক দাখিলকৃত প্রস্তমাবিত প্রকল্পের প্রাক্কলন তৈরী করবেন এবং সরকারী নীতিমালার আলোকে সঠিকভাবে প্রকল্প কাজের তদারকি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। | ১। উপজেলা প্রকৌশলী, শ্রীবরদী,শেরপুর।
২।চেয়ারম্যান, রাণীশিমুল ইউপি। |
সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে সভায় গৃহিত সিদ্ধামত্ম গুলো সঠিক ভাবে বাস্তমবায়নে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে, নিষ্ঠা ও আমত্মরিকতার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান।
আর কোন আলোচনা না থাকায় সভাপতি কর্তৃক উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।
( মোঃ খোরশেদ আলম )
চেয়ারম্যান
উপজেলা পরিষদ, শ্রীবরদী
ও
সভাপতি
উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটি
শ্রীবরদী,শেরপুর।
নং ২৮২.৪৬৩.০০০.০০৩.০০.০০১.২০১২- তারিখঃ ......................... খ্রিঃ।
অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলোঃ
১। মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২। জনাব এ,কে,এম, ফজলুল হক, মাননীয় সংসদ সদস্য, ১৪৫শেরপুর-৩ ।
৩। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পলসণী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৪। কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা।
৫। জেলা প্রশাসক,শেরপুর।
৬। উপজেলা..................................................অফিসার, শ্রীবরদী,শেরপুর।
৭। জনাব.......................................................
৮। সংশিসণষ্ট নথি।
( গুলশান আরা )
উপজেলা নির্বাহী অফিসার
শ্রীবরদী, শেরপুর।
email : unosreebordi@mopa.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS