Wednesday January 2026

হটলাইন

পর্যটন স্পট

নং নাম যাতায়াত উক্ত স্থানে সহায়তার জন্য যোগাযোগ অবস্থান ছবি কার্যকলাপ
     
রাজা পাহাড়

দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে বা যে কোনো যানবাহনে আসা যায় শেরপুর শহরে। এখান থেকে মাত্র ৩৪ কিলোমিটার দূরে শ্রীবরদীর কর্ণঝোরা বাজার। বাস, টেম্পুসহ যে কোনো যানবাহনে আসা যায় মনোমুগ্ধকর নয়ানিভিরাম স্থান রাজার পাহাড় থেকে বাবেলাকোনায়। পাশেই রয়েছে অবসর কেন্দ্র। রাত হলে সেখানে থাকার জন্য রয়েছে নিরাপত্তাবেষ্টিত আবাসিক ভবন। কম খরচে ,কম সময়ে এ গারো পাহাড় আপনাকে দেবে অনাবিল আনন্দ।

উপজেলা  নির্বাহী অফিসারের কার্যালয়, শ্রীবরদী, শেরপুর।

চেয়ারম্যান, সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ, শ্রীবরদী, শেরপুর।

শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নে রাজা পাহাড় অবস্থিত।

দেখুন
গড়জরপিা বারদুয়ারী মসজিদ

শ্রীবরদী উপজেলা সদর থেকে গড়জরিপা বারো দুয়ারী মসজিদের দুরত্ব ১০ কিলোমিটার। সড়ক পথে সিএনজি অটোরিক্সা যোগে সেখোনে যাওয়া যাবে। শ্রীবরদী থেকে সরাসরি কোন গাড়ী চলে না। স্কিএনজি অটোরিক্সা বা ব্যাটারী চালিত অটোরিক্সা রিজার্ভ  নিতে হবে। এছাড়া কুরুয়া বাজার থেকে অটোরিক্সা পাওয়া যায়। শেরপুর জেলা সদর থেকে দুরত্ব ৮ কিলোমিটার। শেরপুর থেকে আসতে চাইলেও সিএনজি বা ব্যাটারী চালিত অটোরিক্সা রিজার্ভ নিতে হবে।

চেয়ারম্যান, গড়জরিপা ইউনিয়ন পরিষদ, শ্রীবরদী, শেরপুর।

শ্রীবরদী উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার পূর্ব দিকে গড়জরিপা  ইউনিয়নে  বারো দুয়ারী মসজিদ অবস্থিত। 

দেখুন
দেখছেন ১ থেকে ২ পর্যন্ত, মোট ২ এন্ট্রি

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন